শাহরাস্তিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
শাহরাস্তিতে ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর আওতায় খরিপ-১/১৭-১৮ মৌসুমে উফশি আউশ ধান ও নেরিকা আউশ চাষের প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সার ও বীজ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের কার্যালয়ের সামনে ুদ্র ও প্রান্তিক ২৭০জন কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, শাহরাস্তি প্রেসকাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমুখ। ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশি আউশ ধান ও নেরিকা আউশ চাষের প্রনোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে, আউশ ধান বীজ ৫ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি হারে ২৫০ জন কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া নেরিকা আউশ চাষের প্রনোদনা কর্মসূচীর আওতায়, নেরিকা ধান বীজ ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।