আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১ মেয়রসহ ৬০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩০ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন এবং কাউন্সিলর পদে ৩৭জন মনোনয়নপত্র দাখিল করে।
আওয়ামী লীগ প্রার্থী আ স ম মাহবুব-উল আলম লিপনের সাথে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলালউদ্দিন মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ খসরু, জেলা আওয়ামী লীগের সদস্য মো. খালেদুর রব মিঠু, জেলা পরিষদের সদস্য হাজী জসিমউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা যুবলীগে যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, যুবলীগ নেতা রিয়াদ বলি প্রমূখ।
হাজীগঞ্জ পৌর নির্বাচনে ৮৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৬০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ৫৯জন কাউন্সিল প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ড- মো. হাবিবুর রহমান, মাঈনুদ্দিন মিয়াজী, আবু তাজের লিটন ভূঁইয়া, কাজী মামুনুর রশীদ মাসুদ, মো. আবিদ মিয়া, মো. নান্নু বেপারী।
২নং ওয়ার্ডে সাংবাদিক মো. শাখাওয়াত হোসেন, কাউন্সিলর আলাউদ্দিন মুন্সি, মো. শাহজালাল, মো. রাকিবুল ইসলাম রিপন, নাসির উদ্দিন, রাধা কান্ত রাজু।
৩নং ওয়ার্ডে রায়হানুর রহমান জনি, মহসিন পারুক বাদল, আব্দুল মোমেন খান, মোহাম্মদ হোসেন, জসিম উদ্দিন তপদার।
৪নং ওয়ার্ডে আবু হেনা বাবলু, আজহারুল আলম বেপারী, মনির হোসেন, তাজুল ইসলাম। ৫নং ওয়ার্ডে রিটন সাহা লিটন, কার্তিক সাহা।
৬নং ওয়ার্ডে শাহ আলম, মেহেদী হাসান, রাসেল খাঁন। ৭নং ওয়ার্ডে এমরান হোসেন মুন্সী, শাহজাহান তালুকদার। ৮নং ওয়ার্ড- মোবারক কাজী, হাজী কবির কাজী।
৯নং ওয়ার্ডে সালে আহম্মেদ রানা, মো. আবুল কালাম আজাদ, মো. জামাল হোসেন, আইয়ুব আলী বেপারী।
১০নং ওয়াডে হাবিব-উন-নবী সোহেল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ বিল্লাল হোসেন, কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টু।
১১নং ওয়ার্ডে মো. শুকু মিয়া, মো. হারুন অর রশিদ, মুন্সী মোহাম্মদ মনির, সাদেকুজ্জামান মুন্সী।
১২নং ওয়ার্ডে জহিরুল ইসলাম, মো. শাহ আলম। সংরক্ষিত-১ আসনে মহিলা কাউন্সিল পদে কাজলী রাণী সরকার, রোকেয়া বেগম।
সংরক্ষিত-২ আসনে মহিলা কাউন্সিল পদে লুৎফুন্নাহার রিনা, সাহিদা বেগম, মমতাজ বেগম মুক্তা।
সংরক্ষিত-৩ আসনে মহিলা কাউন্সিল পদে জোহরা বেগম, রোকেয়া বেগম, ফরিদা ইয়াসমিন, শারমিন আক্তার, সাবিনা ইয়াসমিন নিপা ও মিনু আক্তার মিনু।
সংরক্ষিত-৪ আসনে মহিলা কাউন্সিল পদে রেজিয়া বেগম, নাজমুন নাহার ঝুমু, বিবি হাওয়া।
উল্লেখ্য যে, তফসিল অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। প্রতীক বরাদ্ধ ১১ জানুয়ারী এবং আগামী ৩০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।