প্রতিনিধি, হাজীগঞ্জ, চাঁদপুর
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে সুফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের বেপারী বাড়ির পুকুরে ওই নারীর লাশ ভাসতে দেখে বাড়ির লোকজন। সুফিয়া বেগম স্বামী পরিত্যক্তা ছিলেন। তার কোন সন্তান নেই। তিনি বাবার বাড়িতে বসবাস করতেন বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পুকুরে সুফিয়া বেগমের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
মালাপাড়া গ্রামের বাসিন্দা খাদিজা আক্তার জানান, সুফিয়া বেগম দরিদ্র পরিবারের স্বামী পরিত্যক্তা মহিলা। তিনি বাবার বাড়িতে থাকতেন। তার দুই বোন রয়েছে। গত চার পাঁচদিন যাবত তিনি অসুস্থ্য ছিলেন। তবে কী কারণে পানিতে পড়েছেন বাড়ির মানুষ জানেন না।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এটি একটি রহস্যজনক মৃত্যু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।