মানিক দাস ॥ চাঁদপুর বিকল্প লঞ্চ টার্মিনাল ঘাটে দক্ষিণাঞ্চলীয় যাত্রীবাহি লঞ্চ থেকে আপত্তিকর ঘটনাকে কেন্দ্র করে দেবর-ভাবীর মধ্যে ঝগড়া-বিবাদের কারণে চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ মনির হোসেন ওই দেবর-ভাবীকে লঞ্চ থেকে গভীর রাতে আটক করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার স্পাহানি থানা এলাকায় বসবাসকারী নুরুল ইসলামের স্ত্রী স্বপ্না আক্তার (২৮) ও খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বর পাড়া গ্রামের মশিউর রহমান (২৫)-কে সাথে নিয়ে দক্ষিণাঞ্চলীয় যাত্রীবাহি লঞ্চ এমভি জামাল-১ যোগে তারা খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। জামাল লঞ্চের একটি কেবিন ভাড়া নিয়ে দেবর পরিচয়ে স্বপ্না আক্তার মশিউর রহমানকে নিয়ে সন্ধ্যায় রওয়ানা হয়। ওই কেবিনের মধ্যেই তারা দু’জন বেশ কয়েকবার আপত্তিকর কাজে লিপ্ত হয়েছিলো বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ আরো জানায়, স্বপ্না আক্তার খালাতো দেবরের পরিচয় দিয়ে মশিউরকে নিয়ে ওই লঞ্চে অবস্থান করছিলো। এদের মধ্যে লঞ্চের কেবিনে কথা কাটাকাটির সৃষ্টি হয়। রাত সাড়ে ১১টায় লঞ্চটি চাঁদপুর মাদ্রাসা রোড বিকল্প লঞ্চঘাটে পৌঁছার পর লঞ্চ কর্তৃপক্ষ এদের বিষয়ে নৌ-পুলিশের ইনচার্জ মনির হোসেনকে অবগত করেন। পরে তারা ওই লঞ্চ থেকে স্বপ্না আক্তার ও মশিউরকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে কোনো সদোত্তর দিতে পারেনি। পরে পুলিশ তাদেরকে আটক করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করে।