—উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির
জিসান আহমেদ নান্নু
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন, মসজিদ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। মসজিদ মাদ্রাসায় অর্থ দানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়ন করাও ধর্মীয় ইবাদতের বড় অংশ। শিশুদের এ বয়স আনন্দ ও খেলাধুলার বয়স। বাচ্চাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে তাদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। তিনি গত মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলার ৯৭নং উত্তর আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহজাহানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সদস্য সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহীদুল হক মোল্লা, সহকারি শিক্ষা অফিসার মনির হোসেন, আনিছুর রহমান ও আলমগীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল মাওলা হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, বিদ্যালয় প্রধান শিক্ষক মোবারক হোসেন, সহকারি শিক্ষক মোস্তফা কামাল, ফজলুর কাদের, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফ উল্যা মানছুরী ও সাধারণ সম্পাদক শিপন রানা প্রমূখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কচুয়া: আশ্রাফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি শাহজাহান শিশিরকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: শাহজাহান।