………… ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
জিসান আহমেদ নান্নু, কচুয়া
কচুয়া উপজেলার বায়েক নব জাগরণ কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। গত বুধবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাবুল ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নিমাই সরকারের পরিচালনায় অনুষ্ঠানে টেলি কনফারেন্সে সাবেক স্বরাষ্টমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বায়েক নবজাগরণ কিন্ডারগার্টেনটি একটি আদর্শ বিদ্যালয়ে রূপান্তরিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমার প্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদের তরফ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. হেলাল উদ্দিন এ বিদ্যালয়ের উন্নয়নে ১ লক্ষ টাকা দেয়া হবে। তিনি আরও বলেন জোট সরকারের আমলে বায়েক এলাকার যে সমস্ত রাস্তা মেরামত করা হয়নি তা অচিরেই সংস্কার করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মোঃ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার, পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস মোল্লা, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আক্কাস, আওয়ামীলীগ নেতা আলী আজম সরকার, বাদল চন্দ্র সরকার, বিতারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডাঃ গিয়াস উদ্দিন, সাচার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক আফতাবউজ্জামান পাপ্পু প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ নেপাল চন্দ্র সরকার। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কচুয়াঃ বায়েক নবজাগরণ কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন