আসন্ন নরসিংদী পৌর নির্বাচনে অংশ নেয়া বিএনপির প্রার্থী হারুনুর রশিদের ৪টি এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ুমের ৩টি নির্বাচনী প্রচার ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী পৌর এলাকার সাটিরপাড়া, নাগরিয়াকান্দি, দত্তপাড়া এবং কাউরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ।
এসব বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এদিকে এ ঘটনার পর সন্ধ্যায় বিএনপি প্রার্থী হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী পরিবেশ এতদিন সুষ্ঠু থাকলেও আজকে আওয়ামী লীগ সমর্থকদের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে আমার চারটি ক্যাম্পে ভাঙচুর, পোস্টার ছিড়ে ফেলা এবং মাইকিংয়ে বাধা দেয়াসহ হামলার মাধ্যমে পরিবেশ নষ্ট করেছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মনজুর এলাহীসহ জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।