এদিকে আরামদায়ক, স্বস্তিকর পোশাক ও ব্যবহারের দিক থেকে উপযোগী বিভিন্ন অনুষঙ্গই সবার পছন্দের শীর্ষে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন বছরে। এবার ২০২১–এর সম্ভাব্য প্রধান ফ্যাশন ট্রেন্ডগুলো দেখে নেওয়া যাক।
আরামদায়ক পোশাক
স্বস্তিকর ও আরামদায়ক পোশাকই মূলত ফ্যাশন দুনিয়া কাঁপাতে যাচ্ছে সামনের বছর। ফিরে আসছে ব্যাগি জিনস ও ঢিলেঢালা ট্রাউজার। করোনার এই সময়ে অস্বস্তিকর এবং পরতে কষ্টকর, এ রকম জামাকাপড় মানুষ একেবারেই কিনতে ও পরতে চাচ্ছে না বিশ্বজুড়েই। সেকুইন্স বসানো অথবা অতিরিক্ত আঁটসাঁট দম আটকানো ফিটিংসের জামাকাপড় তাই মনে হচ্ছে তোলাই থাকবে এ বছর। সুতি কাপড়, যাতে ত্বক শ্বাস নিতে পারে, ধোয়া ও শুকানো সহজ, শীতে করোনার প্রকোপ বাড়ার ভয়ে উষ্ণতার সাহস দেওয়া উলের বোনা কাপড় এসবই এখন দুনিয়াজুড়ে সবার পছন্দের তালিকার শীর্ষে।
একরঙা কালো মাস্ক ও বিভিন্ন রকমের মাস্ক চেইন
মাস্ক যে এখন একটি প্রধানতম ফ্যাশন অনুষঙ্গ, তা নিয়ে আর কোনোই সন্দেহ নেই। নো মাস্ক নো সার্ভিসের বাধ্যবাধকতায় আর মহামারি থেকে বাঁচার এখন পর্যন্ত সবচেয়ে কার্যকরী পদ্ধতি হিসেবে ঘরের বাইরে মাস্ক পরার আর কোনো বিকল্প নেই কোথাও। তাই সময়ের প্রয়োজনেই এ বছর মাস্ক হয়ে উঠবে অত্যাবশ্যক ফ্যাশন অনুষঙ্গ। বর্ণিল, মজার মজার মেসেজ বা থিমনির্ভর মাস্কের সঙ্গে সঙ্গে, ফ্যাশন সচেতন মানুষ ইদানীং একরঙা কালো মাস্কের দিকে ঝুঁকছে। কালো ব্যাগ বা কালো জুতার মতোই কালো মাস্ক নারী-পুরুষ নির্বিশেষের ফ্যাশন অনুষঙ্গ বলে বিবেচিত হচ্ছে। বৈচিত্র্য আনতে তিন স্তরের ফেব্রিক মাস্কের ওপর মসলিন বা নেটের স্তর দেওয়া হচ্ছে। এ ছাড়া হাইতির মাস্কগুলোর বাইরের লেয়ারটি কালো সিল্ক দিয়ে তৈরি করা হচ্ছে, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এদিকে মাস্কের সঙ্গে বিভিন্ন রকমের মাস্ক চেইন ব্যবহার করা এখন আসন্ন ট্রেন্ডগুলোর মধ্যে এগিয়ে আছে।