তালেবানদের মন্ত্রিসভা ঘোষণার নিন্দা জানিয়েছে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান’। একইসঙ্গে এই মন্ত্রিসভাকে অবৈধ ও অযৌক্তিক বলেও অভিহিত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ‘আফগান প্রজাতন্ত্র’ এই প্রতিক্রিয়া জানিয়েছে। একইদিন ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে সরকার পতনের পর, মঙ্গলবার অন্তর্বর্তীকালীন ‘ইসলামিক আমিরাত’ গঠন করে। তারা এমন এক নতুন কট্টরপন্থী সরকার নিয়োগ করেছে, যারা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে বিশ বছর লড়াই করেছে। গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে। এবং দলটি নিজেদেরকে দেশের শাসক হিসেবে ঘোষণা করে।
![Afghanistan's Foreign Ministry condemns announcement of Taliban's 'so-called' Cabinet](https://img.republicworld.com/republic-prod/stories/promolarge/xhdpi/mhhyxqz8wpscsxgc_1631150926.jpeg)
এতে আরও বলা হয়েছে, তালেবান মন্ত্রিসভা দেশে একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী অশান্তি সৃষ্টি করবে। তালেবান আফগানিস্তানের নাগরিক তথা আফগান নারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংবিধান জাতীয় স্বার্থ, আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব, ইসলামি মূল্যবোধ ও আফগানিস্তানের স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রধান উৎস হিসেবে কাজ করে। কিন্তু তথাকথিত তালেবান মন্ত্রিসভা এমন ব্যক্তিদের নিয়ে গঠিত, যারা শুধু আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে নয়; বরং এই অঞ্চল ও বিশ্ব সম্প্রদায়ের নিরাপত্তা- স্থিতিশীলতা জন্য মারাত্মক হুমকির কারণ হবে।