পুলিশের পিটুনিতে গুরুতর আহত বাহার গাজী
মোঃ জাবেদ হোসেন : চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার গাজীকে গত রোববার আটক করেছে পুলিশ। এর জের হিসেবে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাড়িতে আগুন দিয়েছে ছাত্রদল কর্মীরা। এছাড়া আরো কিছু গাড়ি ভাংচুর করেছে। দেবপুরে একটি প্রাইভেট গাড়িতে আগুন দিয়েছে হরতালকারীরা। এদিকে পুলিশের বেদম পিটুনিতে গুরুতর আহত হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় ভর্তি আছেন বাহার। চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থেকে গত শনি ও রবিবার বিএনপির ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান ও জেলা ছাত্রদল আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার গাজী। এছাড়া ফরিদগঞ্জে ৩ ও হাজীগঞ্জে ২জন এবং চাঁদপুর শহরে ২জনকে আটক করা হয়। অ্যাডঃ জাহাঙ্গীর খানকে শনিবার দুপুরে মিশন রোডস্থ নিজ বাসা থেকে আটক করে পুলিশ। তিনি ঘোষেরহাটে নাশকতা ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী বলে পুলিশ জানায়। তাকে জেলহাজতে পাঠানো হয়। অপরদিকে গত রবিবার বিকেলে চিত্রলেখা মোড় এলাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি পালন করার সময় চাঁদপুর মডেল থানা পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে জেলা ছাত্রদল আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহারসহ ৩জনকে আটক করে। পুলিশের বেদম লাঠিচার্জে গুরুতর আহত হন ফয়সার আহমেদ বাহার। তাকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসার পর সন্ধ্যায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আটককৃত অপর দুজন হলেন : শাহরাস্তি শিবপুরের হারুনুর রশিদ মোল্লা ও প্রফেসার পাড়ার কালাম মোল্লা। পুলিশ জানায়, বিকেলে চিত্রলেখা মোড়ে ছাত্রদলের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিলে প্রথমে পুলিশ বাধা দেয়। কারণ, মিছিলের কোনো পূর্ব অনুমতি ছিলো না। পুলিশ মিছিলে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ লাঠিচার্জ করে।