চৌধুরী ইয়াসিন ইকরাম
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা মেঘনায় অভিযান চালিয়ে আটক নয় জেলেকে একমাস করে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের নিবার্হী ম্যাজিস্ট্রেট কামল মো. রাশেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তদের সবার বাড়ি চাঁদপুর ও শরিয়তপুর জেলার বিভিন্ন জেলায়। নৌ পুলিশ জানান, জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে বুধবার পুরো রাতে মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। এসময় ২০হাজার মিটার কারেন্ট জাল ও ১০ মন জাটকাসহ ৯ জেলে জেলেকে আটক করা হয়। পরে আটককতৃদের ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট কামল মো. রাশেদ জানান, সকালে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া জাটকাগুলো গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।