চৌধুরী ইয়াসিন ইকরাম :
চাঁদপুরে নৌ-নিরাপত্তাকল্পে মতবিনিময় সভায় ডিআইজি মোঃ মনিরুজ্জামান বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বপূর্ন সহকারে নদীপথের উন্নয়নের জন্য চেষ্টা করছে। এজন্য নৌ পুলিশ সৃষ্টি হয়েছে। পুলিশ সদ্যসদেরকে নিজের জন্য জনগনের জন্য আইনিভাবে যে ক্ষমতা দেয়া হয়েছে তা প্রয়োগ করতে হবে।জনগনের নিরাপওা দেয়া হচ্ছে আমাদের কর্তব্য। রাষ্ট্র দেশের জনগনের নিরাপত্তা দেবে আর আমরা রাষ্ট্রের পক্ষে কাজ করবো।পুলিশের চ্যালেঞ্জ উত্তরনের পিছনে জনগণের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। নৌ-পথে নাশকতা প্রতিরোধে নৌ পুলিশ সদস্যদের কে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর লঞ্চ ঘাটে সভায় প্রধান অতিথির বক্ত্যবে নৌ-পুলিশ ঢাকার ডিআইজি এ কথা গুলো বলেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নৌ-পুলিশ চাঁদপুর রিজিওনের বি.এম নুরুজ্জামান বিপিএম এর সভাপত্বিতে বক্তর্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাশক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নুরী, পুলিশ সুপার আমির জাফর, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামিনুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ। চাঁদপুর নৌ পুলিশের এএসপি মহিউদ্দিন আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন লঞ্চ মালিকদের পক্ষে প্রতিনিধি সহ এলাকাবাসী
ছবি – চাঁদপুর লঞ্চ ঘাটে সভায় প্রধান অতিথির বক্ত্যবে রাখছেন নৌ পুলিশ ঢাকার ডি আইজি মোঃ মনিরুজ্জামান