চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ মে) আরো ২জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ, অন্যজনের রিপোর্ট করোনা নেগেটিভ। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১১৭জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সোলেমান (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি হাজীগঞ্জের অলিপুর এলাকায়। গত ২৩ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
অন্যদিকে শনিবার সকাল ৮টার দিকে আইসোলেশন ওয়ার্ডে মারা যান আঃ হামিদ (৬০)। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকায়। তিনি গত ৩০ এপ্রিল সকালে সদর হাসপাতালে ভর্তি হন। তবে তার নমুনা টেস্টের রিপোর্ট করোনা নেগেটিভ।