চাঁদপুর-৫ আসনের আ’লীগ মনোনয়ন ফরম তুললেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন
আমার কণ্ঠ রিপোর্ট
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পাওয়ার সেলের মহাপরিচাল প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। তিনি মহাপরিচালক বিদ্যুৎ বিভাগ এবং উপদেষ্টা চাঁদপুর জেলা আওয়ামীলীগের । চাঁদপুর জেলার এই কৃতি সন্তান বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,দলের দুঃসময়ে বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অফ বাংলাদেশ ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন সহ দলের দূঃসময়ে জনতার মঞ্চে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে রোববার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সাবেক ছাত্রনেতা ও পেশাজীবী এই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিশাল শোডাউন এর মধ্য দিয়ে।
ইঞ্জিনিয়ার হোসাইন বলেন, দেশ তথা চাঁদপুর-৫ এর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। জননেত্রী যদি আমাকে চাঁদপুর-৫ থেকে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন দেন তবে আমি শুধু চাঁদপুর-৫ নয় এবারের জাতীয় সংসদ নির্বাচনে চমক সৃষ্টি করে এই আসনটি নেত্রীকে উপহার দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি চাঁদপুর৫(হাজিগঞ্জ-শাহরাস্তি) বাসীর পাশে থাকতে চাই শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত।