রবিবার, ২৯শে নভেম্বর, ২০২০ বিকাল ০৫:১৫
অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোবাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লাহ।
করোনায় মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলো রোগীদের পাশে থাকবে বলে জানান, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ‘গণমাধ্যম ও বেসরকারি হাসপাতালের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করেন ডিবেট ফর ডেমোক্রেসি।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থকর্মীদের সক্ষমতা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লাহ। চিকিৎসকদের দক্ষতা বেড়েছে বলেও জানান তিনি।
ভ্যাকসিনই একমাত্র প্রতিরোধক নয়, করোনার ভয়াবতা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান বক্তারা।