জিসান আহমেদ নান্নু, কচুয়া:
কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উদযাপিত হয়েছে। কচুয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এ শ্লোগানকে ধারণ করে এবার এ দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বর্ণঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তীর সভাপতি ও উপজেলা নির্বাচন অফিসার মো: আনোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবিব মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।