ময়না বেগম
জিসান আহমেদ নান্নু, কচুয়া:
ময়না বেগম, বয়স ৪০’র কাছাকাছি। ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকে চারদিকে। কারো কিছু ক্ষতি কিংবা নষ্ট করে না। আবার কেউ কিছু খেতে দিতে চাইলে নিতেও চায়নি। কথা বলে বৃহত্তর কুমিল্লার আঞ্চলিক ভাষায়। এমনি এক মানষিক প্রতিবন্ধি নারীর সাথে কথা হয় কচুয়া উপজেলার উত্তর আশরাফপুর মৃত আমান উল্যার পুত্র মোঃ আলী হোসেনের বাড়ীতে। আলী হোসেন জানান, প্রায় ৪ মাস পূর্বে প্রতিবন্ধি এক মহিলা তার বাড়ির আশে পাশে ঘুরপাক করতে দেখে মানবিক কারণে আশ্রয় দেন তিনি। দীর্ঘদিন তার বাড়ীতে রয়েছে ওই মহিলাটি। বর্তমানে তার সঠিক পরিচয় ও ঠিকানা বলতে না পারায় ওই মহিলাটিকে কারো কাছে হস্তান্তর করতে পারেননি তিনি।
সরেজমিন গত মঙ্গলবার মানসিক প্রতিবন্ধি এ মহিলাকে জিজ্ঞেস করলে সে জানায়, তার নাম ময়না। পিতা-কামাল উদ্দীন চৌধুরী ওরপে গেদু, মাতা- বদিয়া খাতুন, গ্রামের নাম না বললেও পোষ্ট অফিস -পয়ালগাছা, বরুড়া, কুমিল্লা বলে দাবী করে। তবে স্বামী ও সন্তান রয়েছে কিনা তার জবাবে কিছুই বলেনি সে। আশ্রয় দানকারী আলী হোসেন জানান, তাকে আমার বাড়িতে আশ্রয় দিলে এখান থেকে সে কোথাও যাচ্ছে না। প্রতিদিন বাড়ির সামনে খোলা জায়গায় একটি বিছানা পেতে সারাদিন বসে থাকে। আমি একজন সাধারন চা দোকানদার। তাকে নিয়ে খুব হিমশিম খাচ্ছি। স্থানীয় লোকজন জানান, আলী হোসেন তাকে আশ্রয় দিয়ে একটি মানবতার কাজ করলেও তার অভাবের সংসারে আর কতদিন রাখা যায়। কোন সুহৃদয়বান ব্যক্তি তার প্রকাশিত ছবি দেখে পরিচয় জানলে ০১৮১৮৪১০৬৩৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করে সঠিক পরিচয় দিয়ে ওই মহিলাকে নিয়ে যাওয়ার জন্য আলী হোসেন অনুরোধ জানান।