কচুয়া প্রতিনিধিঃ
কচুয়ায় পুর্ব শক্রুতার জের ধরে মোঃ ইউনুছ মিয়া বেপারী (৪৫) নামের এক ব্যবসায়ীকে ট্রলি গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সাজিরপাড় গ্রামের মৃত জালাল মিয়ার পালিত সন্তান জসিম উদ্দীনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এতে স্থানীয় লোকজন ও আহতের পরিবারের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ইউনুছ মিয়ার মামাতো ভাই মোঃ নুরুল ইসলাম নুরু বাদী হয়ে ৩ জনকে আসামী করে সাচার পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর সাজিরপাড় গ্রামে জসিম উদ্দীনের দোকানের সামনে জসিম উদ্দীনের সাথে ইউনুছ মিয়ার ২’শ টাকা পাওনা লেনদেন নিয়ে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জসিম উদ্দীন ক্ষিপ্ত হয়ে তার ভাই সুমন মিয়াকে খবর দিয়ে ইউনুছ মিয়ার উপর পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ট্রলি গাড়ি উঠিয়ে দেয়। এতে তার ডান পা ও বুকের হাড় ভেঙ্গে যায়। ইউনুছ মিয়ার ডাক চিৎকারে স্থানীয় যুবক মফিজুল ইসলাম ও অন্যান্য লোকজনের সাহসী ভুমিকায় ইউনুছ মিয়া মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। পরে আহত ইউনুছ মিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার ঢাকা ট্রমা সেন্টারে প্রেরন করে। ওই হাসপাতালে ইউনুছ মিয়া টানা ১১ দিন চিকিৎসা শেষে শনিবার বাড়ি ফিরে। কিন্তু ইউনুছ মিয়া পা ও বুকের হাড় ভাঙ্গার যন্ত্রনায় বিছানায় চটপট করছে।
আহত ইউনুছ মিয়া জানান, সামান্য বিষয় নিয়ে জসিম উদ্দীন পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে তার ভাইকে দিয়ে ট্রলি চাপা দেয়। ঘটনার পর বখাটে জসিম উদ্দীন ও তার ভাই সুমন মিয়া পলাতক রয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন লোকজন তীব্র নিন্দা ও বিষ্ময় প্রকাশ করে জসিম ও তার ভাই সুমনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।
কচুয়াঃ কচুয়ায় ট্রলি চাপায় আহত ব্যবসায়ী ইউনুছ মিয়া।