মিজানুর রহমান
কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠানকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কচুয়া পৌর বাজার থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠানের ছোট ভাই ছাত্রদল নেতা মাহবুবুর রহমান জানান, তার ভাই চাঁদপুর কোর্টে একটি মামলায় হাজিরা শেষে ওইদিন কচুয়া বাজারে আসলে থানা পুলিশ অহেতুক হয়রারি করার উদ্দেশে তাকে গ্রেফতার করে। তিনি আরো জানান, তার ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা সকল মামলায় সে জামিনে রয়েছে বলে দাবী করেণ।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইবরাহিম খলিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, উপরের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।