কচুয়া উপজেলার সাচার বাজারে রবিউল আলম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১০ মার্চ বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে সাচার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া তাকে হাতে নাতে এক বোতল ফেন্সিডিল ও ২শ’৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে।
এসময় রবিউল আলমের সহযোগী সাচার-কান্দিরপাড় গ্রামের সাইজ উদ্দিনের ছেলে শুক্কুর মিয়াসহ দুজনকে আটক করা হয়। রবিউল আলম ক্ষমতাসীন দলের কর্মী ও সাচার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্বরত রয়েছেন।
স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে,সাচার গ্রামের মুন্সি বাড়ীর অধিবাসী মজিবুর রহমানের ছেলে মো.রবিউল আলম স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও তার ছেলে এমরান হোসেন বুশের ছত্রছায়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় রম-রমা মাদক ব্যবসা করে আসছেন।
নাম প্রকাশে অনিশ্চুক একাধিক লোকজন জানান, মাদকসহ গ্রেফতার হওয়া রবিউল আলম সকাল-বিকাল প্রায় সারাক্ষন সাচার উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম কর্নারে ইউপি চেয়ারম্যান মনির হোসেনের দখলীয় দোকানে বসে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিয়ন্ত্রন করতো।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মাদকসহ গ্রেফতার হওয়া রবিউল আলমের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।