জিসান আহমেদ নান্নু, কচুয়া
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল আই.এম দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ৫৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সভায় বিশিষ্ট সমাজসেবক কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহআলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি জিএম আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, রাগদৈল আইএম দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেন (মহসিন) ফরাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য সাদেকুর রহমান আখন্দ, আসকর আলী, সমাজ সেবক শহিদুল্লাহ পাটওয়ারী, মো. হাবিবুর রহমান, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, আবু তাহের ও মহিলা সদস্য শাহিদা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গগত: ঐতিহ্যবাহী রাগদৈল আইএম উচ্চ বিদ্যালয়ের প্রতি বছরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্শ্ববর্তী প্রায় ১০ থেকে ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ পেতে অনুষ্ঠানে অংশ গ্রহণ করে থাকে।