জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়ার ৮৫নং নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত রবিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাঈনউদ্দিন মাইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা শিক্ষা অফিসার একেএম শহীদুল হক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান ও আলমগীর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, নুরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মজুমদার ও উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক রুহুল আমিন। বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।