কচুয়া ন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা
জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়া পৌরসভা প্রাণকেন্দ্র সুবিদপুর বাইপাস মোড়ে অবস্থিত কচুয়া ন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
ন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুল হক মাষ্টারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কেননা শিক্ষাকে এগিয়ে নিতে পারলে সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই তোমাদের সকলকে সু-শিক্ষা গ্রহন করে দেশ জাতির সেবায় এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি কচুয়া ন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসায় ফলাফলে সন্তুষ্ট হয়ে আগামীতে এ বিদ্যালয়ে কার্যক্রম এগিয়ে নিতে একটি ল্যাপটপ দেয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া ন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহ্ জালাল প্রধান। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আবুল হোসেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. এনামুল হক মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারুক, সমাজ সেবক মহিউদ্দীন মানিক, সফিকুল ইসলাম খোকা, রুহুল আমিন, যুবলীগ নেতা ফরহাদ হোসেন প্রমুখ। পরে জিপিএ-৫ প্রাপ্ত ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।