জিসান আহমেদ নান্নু ঃ
কচুয়া উপজেলার দেবীপুর গ্রামে সম্প্রতি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়ীঘর ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহান শিশির। গত মঙ্গলবার তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৬ হাজার টাকা প্রদান করেন। এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ ৪ হাজার টাকা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন মোহন ৪ হাজার টাকা ও প্রবাসী ওয়ালী উল্লাহ চৌধুরী ৫ হাজার টাকা অনুদান করেন। এসময় দলীয় নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য উপস্থিত ছিলেন।