শুক্রবার (২৫ জুন) রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন।
গতবার লকডাউনে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে সড়কে বের হয়ে পার পেয়ে গেছেন। কিন্তু এবার লকডাউন ঘোষণার পর কেউ লঙ্ঘন করলে পুলিশ ছাড় দেবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়া দেশজুড়ে আগামী সোমবার (২৮ জুন) সরকার কঠোর লকডাউন ঘোষণা করতে যাচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, সড়কের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের কড়া চেকপোস্ট থাকবে। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থানে মাঠে থাকবে পুলিশ।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বাসায় পাঠানো হবে।
তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।
তবে কঠোর লকডাউনের বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রধান তথ্য কর্মকর্তা।