চাঁদপুরের শাহরাস্তিতে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
আলোচনা সভা উপজেলা যুবদলের সদস্য সচিব এহেতেশামুল গণির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়াত আলী ভূইঁয়া। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি, মোঃ আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আখন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সফিকুর রহমান, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবর, সূচীপাড়া দক্ষিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মোঃ ফিরোজ।
পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ কবির, গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী পৌর ছাত্রদলের সদস্য সচিব সোলেমান। কোরআন তেলোয়াত করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ুম।