রাজধানীতে তীব্র গরম শেষে মুষলধারে বৃষ্টি নেমেছে। রোববার (৩০ মে) রাত ৮টার দিকে এই বৃষ্টি শুরু হয়।
এদিকে রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ কারণে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েক স্থানে, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ফেনী, চাঁদপুর, মাইজদী কোট, মৌলভীবাজার ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।