ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দেশের সবচেয়ে বড় চিকিৎসা সেবাকেন্দ্র। পরিসংখ্যন বলছে, প্রতিদিন শুধু বহির্বিভাগেই ১০ হাজার রোগী ও তাদের স্বজনেরা এখানে আসেন। যার প্রায় অর্ধেকই নারী। এত বিশাল এই হাসপাতালে পুরুষদের পাবলিক টয়লেটই ব্যবহারের প্রায় অনুপযোগী। আর নারীদের জন্য তাও নেই।
নারীরা বলেন, নারীরা যে কোনো জায়গায় যখন তখন কোনো ব্যবস্থা নিতে পারে না। ফলে নারীদের এখানে খুবই কষ্ট করতে হয়। তাই নারীদের জন্য টয়লেটের সুব্যবস্থা থাকা দরকার।
এ অবস্থায় হাসপাতাল প্রাঙ্গণে নারী, শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা সম্পন্ন পাবলিক টয়লেট তৈরির উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব। যা স্থাপন করা হবে শহীদ মিনার ফটক সংলগ্ন এলাকায়। এ নিয়ে শনিবার (২৯ মে) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সংস্থাটি। এতে ঢাকা মেডিকেলের পক্ষে সাক্ষর করেন হাসপাতালের পরিচালক।
ইন্টারন্যাশনাল রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মো. রুবায়েত হোসাইন বলেন, ঢামেকের বিশাল একটা জায়গা। সেখানে রোগী ছাড়াও রোগীর সঙ্গে অনেকেই আসেন। পুরুষদের একটা ছোট টয়লেট আছে কিন্তু নারীদের কোনো ব্যবস্থা নেই। তাই এমন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত টয়লেট করতে চাচ্ছি। বিশেষ করে নারীদের জন্য। সেই টয়লেটটা আমরা নিজেরাই পরিকল্পনা করেছি।
১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই পাবলিক টয়লেটে থাকবে সব ধরনের আধুনিক সুবিধা।