ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌরসভা আওয়ামী লীগের সদস্য হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীকে ১০ মার্চ বুধবার বিকেলে নাগরিক সংবর্ধনা দিয়েছেন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী বলেন, অপরাজনীতির শিকার হয়ে আমি কারাভোগ করেছি, যারা আমাকে মিথ্যে মামলা দিয়ে হয়রানী করেছেন, তারা নিজেরাও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, তাই আমি বঙ্গবন্ধুর সেই একাত্বরের কথা মনে করে, ষড়যন্ত্র কারীদের মাফ করে দিয়েছি। যদি মোকাবেলা করতে হয়, তাহলে প্রতিহিংসা নয়, প্রতিযোগীতার রাজনীতি করুন। আমার সকল নেতাকর্মী প্রতিযোগীতার রাজনীতিতে বিশ্বাসী , আমার রাজনীতির গুরু আমার শ্রদ্ধেয় মরহুম পিতা মাহাবুবুল বাশার কালু পাটওয়ারী আমাকে বঙ্গবন্ধুর নীতি আদর্শের রাজনীতি শিখিয়েছেন।
গত ২৫ ডিসেম্বর ফরিদগঞ্জ পৌর এলাকার একটি মাছের ঘেরের বাঁধ কাটা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে পুলিশের সাথে ধস্তাধস্তি ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ এনে সাবেক যুবলীগ নেতা ও পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীকে আটক পুলিশ। বাধন পাটওয়ারীর সমর্থিত নেতাকর্মীদের দাবী বাঁধন পাটওয়ারীকে মিথ্যে মামলা দিয়ে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেয়া হয়েছে।
এদিকে ২ মাস ৭ দিন কারাবরন শেষে ৪ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারীর মুক্তির খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে প্রতিদিনই তার বাড়ীতে এসে ফুলেল শুভেচ্ছা জানাতে দেখা যায়।
ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে, ৯নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরেজ্জামান সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ চৌধুরী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন মোহরম, ১নং ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মিজি, ২নং ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রাছেল মিজি, যুবলীগ নেতা কামাল চৌধুরী, অপু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুকছুদুল বাশার মিঠুন পাটওয়ারী, ১২ নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন, ছাত্রলীগ নেতা শাফায়েত, ছাত্রলীগ নেতা নয়ন, মাসুদ, ইউছুফ, সেচ্ছা সেবকলীগ নেতা লিটন, প্রমুখ