অনলাইন ডেস্ক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি থেকে অপহরণের পর ১১ কয়লা শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার সকালে এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার
পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার তাদেরকে অপহরণ করা হয় পরে কয়েকজনের মরদেহ মেলে।
তিনি আরও বলেন, বন্দুকধারীরা কয়লা শ্রমিকদের পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। সেখানে, তাদের মধ্যে ছয়জনকে হত্যা করা হয়। বাকিদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহরণকারীদের সন্ধানে বেলুচিস্তানের পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
এই ঘটনার পরেই এর তীব্র নিন্দা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে বলেন, ‘নিরীহ ওই ১১ জন কয়লাখনি শ্রমিককে খুন করার তীব্র নিন্দা করছি। এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারকের মুখোমুখি আনার জন্য ফ্রন্টিয়ার কর্পসকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। মৃতদের পরিবারগুলিকেও বঞ্চিত না করার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার।’