আমার কন্ঠ ডেস্ক- সদ্য প্রয়াত জামায়াতের প্রাক্তন আমির গোলাম আযমের ছেলে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
আবদুল্লাহিল আমান আযমী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘জামায়াতের সহযোগিতা ছাড়া বিএনপি কখনো সরকার গঠন করতে পারে না।’ তিনি আরো বলেন, ‘অধ্যাপক গোলাম আযমের মৃত্যুতে গোটা বিশ্ব যখন শোকাহত, তখন বিএনপির নীরবতায় সমগ্র জাতি হতাশ হয়েছে।’
‘তারেকের নির্দেশে আযমের জানাজা বর্জন করল বিএনপি’ শিরোনামে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে তিনি বুধবার ফেসবুকে এ স্ট্যাটাস দেন।
আবদুল্লাহিল আমান আযমী এমন এক সময়ে এ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যখন গোলাম আযমের মৃত্যুতে বিএনপির নীরবতা, জানাজায় অংশ না নেওয়া ও জামায়াত প্রধানের ফাঁসির আদেশের বিরুদ্ধে কোনো বিবৃতি না দেওয়ায় বিএনপি-জামায়াত সম্পর্কের টানপোড়েন চলছে।