রবিবার, ২৯শে নভেম্বর, ২০২০ রাত ০৮:২১
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন হবে জানুয়ারির মাঝামাঝিতে। মোট চার ধাপে ভোট। প্রতি ধাপেই ৩০টি করে পৌরসভায় ইভিএম এ ভোট হবে। বাকিগুলো হবে ব্যালটের মাধ্যমে।
আজ রবিবার নির্বাচন কমিশনের সভা শেষে একথা জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
তিনি বলেন, প্রতিটি ধাপে নির্বাচন অনুষ্ঠানের জন্য ৬০টি করে পৌরসভা বেছে নিয়েছে ইসি। তৃতীয় ধাপের নির্বাচন হবে জানুয়ারির শেষে এবং চতুর্থ ধাপে হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে।
এদিকে, নিবন্ধনের শর্ত পূরণ করতে না পারায় প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি- পিপলস পার্টির চূড়ান্ত নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন।