গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী সামচু শেখ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় হত্যাকাণ্ড হয়।
পুলিশ জানায়, সামচু শেখের ছেলে মিঠুন শেখ ও তার মা সাহানা বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় সামচু শেখ তার স্ত্রী সাহানা ও ছেলে মিঠুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মা-ছেলেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাহানাকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে মিঠুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।