এই মুহূর্তে পায়েল সরকার ব্যস্ত রয়েছেন ‘জামাই বদল’ ছবি নিয়ে। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আসন্ন ছবির ভালোলাগা-মন্দলাগা বিষয়গুলোই তুলে ধরেছেন তিনি। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পায়েল বলেন, ‘কলকাতায় বিয়ে বা সেটেল হওয়ার জন্য ছেলে পাওয়া মুশকিল। আর প্রেম করার আজকাল ভালো ছেলে পাওয়াই কঠিন’
১৮ জানুয়ারি মুক্তি পাবে ‘জামাই বদল’। এ ছবিতেই লুকিয়ে আছে স্বামী বদলের গল্প। পায়েলের চরিত্রের নাম প্রীতি। বয়ফ্রেন্ডকে ব্ল্যাকমেইল করে সে। ছবিতে হিরণের সঙ্গে জুটি বেঁধেছেন পায়েল। এই জুটি সম্পর্কে পায়েল বলেন, ‘হিরণের সঙ্গে আগেও কাজ করেছি। তা ছাড়া সোহম, কৌশানী রয়েছেন ছবিতে। কাজের জন্য ফ্রেন্ডলি জোন ছিল।’
পায়েল সরকার ২০০৪ সালে ‘শুধু তুমি আমার’ ছবিতে প্রসেনজিতের বোনের ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর ধীরে ধীরে টালিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন ৩৪ বছরের এ অভিনেত্রী। বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। গত বছর শাকিব খানের বিপরীতে তার ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি পায়।