গানটির কথা লিখেছেন, এ.কাদের এবং মিউজিক করেছেন শাহেদ। গানটির অডিও রেকর্ড হয়েছে বেশ আগেই ও ভিডিও কাজও শেষ। খুব শিগগিরই কে এম মিউজিক ভিশনের ব্যানারে গানটির ভিডিও মুক্তি পাবে। খান মাহির পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রুবী, অন্তু পরিচালক নিজেই।
গানটি সম্পর্কে জানতে চাইলে সংগীত শিল্পী জীবন খাঁন বলেন, কাজী শুভ ভাইয়ার জন্য সুর করা অনেকটা কঠিন। বলতে পারেন চ্যালেন। তাঁর গায়কী মাথায় রেখে সুর করেছি। ইতোমধ্যে সকলে পছন্দ করেছেন। এখন শ্রোতা ও ভক্তরা পছন্দ করলেই শ্রম স্বার্থক। কাজী শুভ ভাই ও মোহনা অনেক ভালো গেয়েছেন এবং গানটির ভিডিও সব মিলে অনেক ভালো হয়েছে।
ভিডিওর বিষয়ে বলেন, অসাধারণ ছোট গল্পে নির্মিত নেশা গানটির মিউজিক ভিডিও। গানটিতে দুই ছেলে বন্ধু ও এক মেয়ে বন্ধুর প্রেম কাহিনীর একটি ছোট্ট গল্প তুলে ধরা হয়েছে।
জীবন খাঁন বেশ কিছু শিল্পীদের নিয়ে কাজ করছেন। আসছে বৈশাখেও কিছু চমক থাকবে বললেন। জানালেন নিজের কিছু একক ট্র্যাক ও রেডি করে রেখেছেন, সময় সুযোগমতো গান গুলো মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।