জেএসসি ও জেডিসিতে জিপিএ-৫ এর ছাড়াছড়ি
আমার কণ্ঠ রিপোর্ট
২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিা সমাপনী পরীার চাঁদপুর জেলার ফলাফল এবার তেমন একটা সন্তোষজনক হয়নি। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি উভয়ই কমেছে। জেলায় এবার পাসের হার ৯৮.৬০%। আর গত বছর ছিলো ৯৯.৪৭%। এ বছর উভয় পরীায় জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪শ’ জন। আর গত বছর পেয়েছে ১০ হাজার ৭শ’ ৩৫জন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, চাঁদপুর জেলায় এবার পিইসিই তথা প্রাথমিক শিা সমাপনী পরীায় মোট অংশ নিয়েছে ৪৬ হাজার ৬শ’ ৭৯ জন, পাস করেছে ৪৬ হাজার ২শ’ ৯০ জন। পাসের হার ৯৯.১৭%। আর জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯শ’ ৩৯ জন।
ইবতেদায়ী সমাপনী পরীায় এ বছর জেলায় অংশ নিয়েছে মোট ৫ হাজার ৯শ’ ৩১জন, পাস করেছে ৫ হাজার ৫শ’ ৮৫জন। পাসের হার ৯৪.১৭%। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৫জন। আর গত বছর জিপিএ-৫ পেয়েছে ২শ’ ৩ জন।
উল্লেখ্য, গতকাল শনিবার সারাদেশের একযোগে পিইসিই, জেএসসি ও জেডিসি পরীার ফলাফল প্রকাশিত হয়।
হাজীগঞ্জে জে এস সি ও জেডিসি পরীক্ষার ফলাফলে এ বছর ২২৬ জন জিপি এ ৫ পেয়েছে। এবারো পৌর এলাকার প্রতিযোগিতায় জিপি এ ৫-৬৬ জন পেয়ে শীর্ষে হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ ও পাশের হারে শীর্ষে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
হাজীগঞ্জ উপজেলার ৩৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি বিদ্যালয় থেকে জিপি এ ৫ অর্জন করেছে ১৯৫ জন পরীক্ষার্থী। এ পেয়েছে ৭৫৩ জন,এ- পেয়েছে ৬৪৩ জন, বি পেয়েছে ৭০০ জন,সি পেয়েছে ১১০৫ জন ও ডি পেয়েছে ১৪৫ জন। মোট ৫ হাজার ২শ ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৫শ ৪১ জন পরীক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হার ৬২.৮৩% সেখানে হাজীগঞ্জ উপজেলার পাশের হার ৬৭.৩১% বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এ বছর জিপি ৫ প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ ৬৬, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬,পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে ৪,রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে ১০,পালিশারা উচ্চ বিদ্যালয়ে ৩,ধড্ড পুপুলার উচ্চ বিদ্যালয়ে ৩, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১১,বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ে ৪,নাসির কোট উচ্চ বিদ্যালয়ে ২, রামপুর উচ্চ বিদ্যালয়ে ১৭,বলাখাল চন্দ্রবান উচ্চ বিদ্যালয়ে ৭,জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে ২, মেনাপুর উচ্চ বিদ্যালয়ে ২, টংগীরপাড় উচ্চ বিদ্যালয়ে ৭,বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে ২,প্যারপুর উচ্চ বিদ্যালয়ে ২,বলিয়া উচ্চ বিদ্যালয়ে ৮,মালিগাঁও উচ্চ বিদ্যালয়ে ৩,মৈশাইদ উচ্চ বিদ্যালয়ে ২, আল-কাউসার উচ্চ বিদ্যালয়ে ১১ ও বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন পেয়েছেন।
এদিকে ২০১৭ সনের জেডিসি পরীক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ে পাশের হার বেশী বলে জানা যায়। উপজেলার ২৩ টি মাদ্রাসা থেকে ১৩শ ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১শ ৫৬ জন পরীক্ষার্থী উত্তীন্ন হয়েছে। গড়ে পাশের হার ৮৬.৪০%। জিপি এ ৫ পেয়েছে ৩১ জন। প্রতিবারের ন্যায় এবারো উপজেলায় শীর্ষে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা। ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপি এ ৫ পেয়েছে ১৮ জন, এ পেয়েছে ১৮,এ- ৯,বি-৯,সি-৪ ও ডি পেয়েছে এক জন। গড় পাশের হার ৯৫.১৬% । ২ জন এ+ পেয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসা।