হাইমচর উপজেলায় নিজ বাড়ির আম গাছ থেকে পড়ে শুক্রবার সকালে মেহেদী গাজী (১৪) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
নিহত মেহেদী উপজেলার হরিপুর বাজার এলাকার ভিঙ্গুলিয়া গ্রামের রহিম গাজীর ছেলে। সে হাইমচর কে বি এম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
মেহেদীর চাচাত ভাই বিল্লাল হোসেন জানায়, মেহেদী বাড়ির আম গাছ থেকে আম পেড়ে নামার সময় পাশের দেওয়ালে পা রাখতে গিয়ে মাটিতে পড়ে যায়। পরে তার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে মেহেদীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।
এ বিষয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মিজানুর রহমান মেহেদীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।