হাজীগঞ্জ প্রেসকাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষি অনুষ্ঠানে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বলেন আমি একসময় সাংবাদিক ছিলাম। সাংবাদিকদের সমস্যা আমি বুঝি। হাজীগঞ্জ প্রেসকাবের জায়গা নেই এবং বসার ব্যবস্থা নেই। এ কথা গত দু বছর আগে আমি এমন এক অনুষ্ঠানে এসে সুনেছি কিন্তু ঐ সময় আমি বলেছি জায়গার ব্যবস্থা করলে আমি ভবন করার ব্যবস্থা করে দেব। কিন্তু আমার কাছে আর কেউ আসে নি।
তিনি বলেন আমি জেলা পরিষদের চেয়ারম্যানকে বলবো হাজীগঞ্জে জেলা পরিষদের ভবন করা হলে চেম্পরালি একটি রুম দেয়ার জন্য আর এর মধ্যে জায়গার ব্যবস্থা করা হলে আমি অত্যাধুনিক ভবন করে দেব। (বাকী অংশ আসছে..)।