তিনটি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। যদিও এর মধ্যে একটি নিয়মিত নির্বাচন আর অপর দুটি হবে উপ-নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ল্য করা গেছে। তারা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে নিজের কাছে প্রতিজ্ঞা করে রেখেছেন। প্রার্থীরাও বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সংশ্লিষ্ট কর্তৃপ বলছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।
সরজমিনে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ও মতলব দণি উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন ঘুরে দেখা যায়, চাঁদপুরের তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও মাইকিং কিংবা পোস্টারিং হচ্ছে না বললেই চলে। যদিও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। মতলব উত্তরের সুলতানাবাদ ইউপির উপ-নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নৌকা প্রতীকের সাথে জোরালো অবস্থানে আছে আনারস প্রতীক নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী। জয়ের ব্যাপারে দু’জনই শতভাগ আশাবাদী।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম বলেছেন, সুষ্ঠু সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
আগামী ১৬ এপ্রিল চাঁদপুরের তিনটি ইউনিয়নের ১৯ কেন্দ্রের ৯৭টি বুথে ভোটগ্রহণ হবে। মতলব দণি উপজেলার খাঁদেরগাঁও ইউনিয়নে হবে নিয়মিত নির্বাচন, চেয়ারম্যান সফিকুল ইসলামের মৃত্যুতে চেয়ারম্যান পদে সুলতানাবাদ ইউনিয়নে হবে উপ-নির্বাচন এবং ফরিদগঞ্জ উপজেলার ৮নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে অর্ধশতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে
তিনটি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। যদিও এর মধ্যে একটি নিয়মিত নির্বাচন আর অপর দুটি হবে উপ-নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ল্য করা গেছে। তারা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে নিজের কাছে প্রতিজ্ঞা করে রেখেছেন। প্রার্থীরাও বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সংশ্লিষ্ট কর্তৃপ বলছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।
সরজমিনে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ও মতলব দণি উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন ঘুরে দেখা যায়, চাঁদপুরের তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও মাইকিং কিংবা পোস্টারিং হচ্ছে না বললেই চলে। যদিও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। মতলব উত্তরের সুলতানাবাদ ইউপির উপ-নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নৌকা প্রতীকের সাথে জোরালো অবস্থানে আছে আনারস প্রতীক নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী। জয়ের ব্যাপারে দু’জনই শতভাগ আশাবাদী।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম বলেছেন, সুষ্ঠু সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
আগামী ১৬ এপ্রিল চাঁদপুরের তিনটি ইউনিয়নের ১৯ কেন্দ্রের ৯৭টি বুথে ভোটগ্রহণ হবে। মতলব দণি উপজেলার খাঁদেরগাঁও ইউনিয়নে হবে নিয়মিত নির্বাচন, চেয়ারম্যান সফিকুল ইসলামের মৃত্যুতে চেয়ারম্যান পদে সুলতানাবাদ ইউনিয়নে হবে উপ-নির্বাচন এবং ফরিদগঞ্জ উপজেলার ৮নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে অর্ধশতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।