——————উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার
তাপস চক্রবর্তী :
ফরিদগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে আওয়ামীলীগের সমর্থীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে আবুল খায়ের পাটোয়ারীর বাস ভবনে আয়োজিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে, ৪নং ওর্য়াড আওয়ামীলীগের সম্পাদক ফরিদ আহমেদ রাসেলের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদের পরিচলনায় বক্তরা আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে বিজয়ী করতে এখন থেকে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানায়। একই ভাবে তারা উপজেলা পরিষদ নির্বাচনের মতো সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়ার নেতৃত্বে পূর্ণ প্যানেলে পৌর পরিষদকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মী সমাবেশে পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার বলেন, বিগত দিনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছি ঠিক তেমনি ভাবে পৌর মেয়র পদেও বিজয়ী হব। তবে এর জন্য আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নির্দেশে আবুল খায়ের পাটোয়ারীকে বিজয়ী করতে আমরা বদ্ধ পরিকর। আশাকরি আমরা বিজয়ী হয়ে ফরিদগঞ্জ পৌর মেয়র পদটি স্থানীয় এমপির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র পদে আওয়ামীলীগের সমর্থন পাওয়া আবুল খায়ের পাটোয়ারী বলেন, অবহেলিত ফরিদগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভায় রুপান্তরিত করতে আপনাদের সকলের সহযোগীতা আমি চাই।
কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, আবুল হোসেন বাবুল পাটোয়ারী, যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহিদুল্লা তপদার, ডেপুটি কমান্ডার সরোয়ার জামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল হোসন মিঠু, ছাত্রীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগ প্রমুখ। এর আগে পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও সকল অঙ্গ সংগঠন থেকে একজন করে বক্তব্য রাখেন।