জিসান আহমেদ নান্নু
কচুয়ায় বিষ প্রয়োগে নিরীহ এক ব্যক্তির ৩টি গাভী নিধনের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার ফতেপুর চারাল বাড়ীতে গাভী নিধনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুস্কৃতকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নিন্দা জানিয়েছে স্থানীয় সচেতন লোকজন।
জানা গেছে, গত সোমবার অন্যান্য দিনের ন্যায় গরুর (গাভী) মালিক উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের অধিবাসী হরিকমল সরকার তার ৩টি গাভী গোয়াল ঘরে বেধে রাখে। হঠাৎ রাত ৮টার দিকে গরুর ডাক চিৎকার শুনে এগিয়ে এসে রশি খুলতে চাইলে মুহুর্তের মধ্যেই গাভী ৩টি মারা যায়। এতে গাভীর মালিক নিরিহ মাছ ব্যবসায়ী হরিকমল সরকারের প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় এবং গাভী ৩টি হারিয়ে তার পরিবার পাগল প্রায় হয়ে পড়ে। সিনু রানী ও হরিকমল সরকার জানান, একই বাড়ীর বস্ত্রমোহন (নম:) সরকারের ছেলে দিলীপ সরকারের সাথে পূর্ব শত্র“তার জের ধরে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। ওই সূত্র ধরে ঘটনার দিন রাতে দিলীপ খাবার পানির সাথে বিষ প্রয়োগ করে গাভী নিধন করতে পারে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবী করে। তবে দিলীপের স্ত্রী সিমা রানী ও পিতা বস্ত্রমোহন (নম:) বিষ পানের বিষয়টি অস্বিকার করেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শামসুদ্দিন মুন্সী জানান, গাভী ৩টি মারা যাওয়ার বিষয়টি শুনেছি এবং দু’পক্ষকে ডেকে খোঁজখবর নিচ্ছি। তবে যারা এ ধরণের ন্যাক্কারজনক কাজ করেছে তারা মানুষ রূপী পশু। আমি এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তি দাবী করছি।
কচুয়া: গাভী হারিয়ে অসহায় হয়ে পড়ে নিরীহ হরিকমল সরকারের পরিবার।