স্টাফ রিপোর্টার ॥ পহেলা বৈশাখ মানেই নতুন বছরকে বরণ করা। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উৎসব হলো বাংলা নববর্ষ উদ্যাপন। তাই নববর্ষ উপলক্ষে চাঁদপুর শহরের প্রথম সারির ফ্যাশন হাউজ ‘প্রথমা বুটিকস’ সহ বিভিন্ন দোকানে উঠানো হয়েছে নিত্য নতুন পোশাক। গতকাল দুপুরে শহরের বিভিন্ন ফ্যাশন হাউজে ও মার্কেটগুলোতে ঘুরে দেখা যায়, এক একটি দোকানে নিত্য নতুন বাহারের বিভিন্ন ডিজাইনের পোশাক উঠানো হয়েছে। শিশু থেকে মধ্য বয়সী সকলের পোশাক পাওয়া যাচ্ছে দোকানগুলোতে।
শহরের জোড় পুকুরপাড় এলকার ফ্যাশন হাউজ ‘প্রথমা বুটিকসে’র স্বত্বাধিকারী লায়ন এহতেশামুল হক রিয়াদের সাথে আলাপকালে তিনি বলেন, এ বছর বৈশাখ উপলক্ষে বর্ণিল সব বাহারি পোশাক কালেকশান করা হয়েছে বিক্রির জন্য। এবার গরম খুব বেশি হওয়ায় আমরা সুতি কাপড়কে প্রাধান্য দিয়েছি। নতুন পোশাকের মধ্যে রয়েছে ফতুয়া, মোদি কটি, জামদানি শাড়ি, লংকামিজ। আর পোশাকের ডিজাইনে রেখেছি অনেক বৈচিত্র্য। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরনের পোশাক উঠানো হয়েছে। শহরের হাকিম প্লাজা, মিজান চৌধুরী সড়ক, মীর শপিং কমপ্লেক্সে, হকার্স মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, সাউথ প্লাজা, ফয়সাল শপিং কমপ্লেক্সের দোকানগুলোতে দেখা গেছে বৈশাখকে কেন্দ্র করে উঠানো হয়েছে বিভিন্ন ডিজাইনের পোশাক।