জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে ডা. স্বপন মজুমদারের বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ ১৫-২০ জনের অজ্ঞাত ডাকাত দল ওই বাড়ির ৪টি পরিবারের গৃহে ডাকাতি করে। এতে ওই বাড়ির মৃত জগেন্দ্র চন্দ্র মজুমদারের ৪পুত্র ডা. স্বপন মজুমদার, তপন মজুমদার, গৌতম মজুমদার ও রাজকুমার মজুমদারের গৃহের লোকজনদের কৌশলে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫ভরি গহনা, নগদ প্রায় ২লক্ষ টাকা, ১টি ল্যাপটপ, ১৩টি মোবাইলসহ প্রায় ২৫লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
ডা. স্বপন মজুমদার জানান, শুক্রবার রাত অনুমান ১২টার দিকে তিনি ঘর থেকে প্রকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে হঠাৎ অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যাক্তি আমার চোখে মুখে টর্চলাইটের আলো দিয়ে কিছু বুঝে উঠার আগে অস্ত্রের মুখে হাত পা বেঁধে ফেলে। পরে এক এক করে ওই বাড়ির ৪টি গৃহের সকল সদস্যদের জিম্মি করে টাকা পয়সা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। স্বপন মজুমদার আরো আরো জানান, ডাকাতরা স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বললেও, ডাকাতদের কাউকে চিনতে পরিনি। এ সময় ডা. স্বপন মজুমদারের স্ত্রী স্কুল শিক্ষিক ভগবতি রানী মজুমদারকে অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে ডাকাতরা।
এ ঘটনায় খবর পেয়ে পরদিন শনিবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইবরাহিম খলিল ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরে স্থানীয় সাংবাদিকদের জানান, ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে অবিলম্বে তাদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।