চাঁদপুর প্রতিনিধি ।- চাঁদপুর শহর রক্ষা তীরে গত বর্ষায় করা প্রায় ২ কোটি টাকার কাজ ভেস্তে যেতে শুরু করেছে। গত বছরের আগস্ট মাসের শেষ দিকে চাঁদপুর শহর রক্ষা তীর মারাতœক বিপর্যয়ের মুখে পড়ে। এর প্রেক্ষিতে ৩১ আগষ্ট থেকে ৮০ মিটার এলাকায় জরুরি সংরক্ষণ কাজ শুরু করা হয়। ৯ সেপ্টেম্বর পর্যন্ত বালি ভর্তি ২০ হাজার ৩শ’৬০ টি জিইও টেক্সটাইল ব্যাগ ও ২ হাজার ২শ’ টি আরসিসি ব্লক ফেলা হয়। এর পর দুর্নীতির অভিযোগ উঠায় মন্ত্রণালয়ের নির্দেশে ওই কাজ বন্ধ করে দেয়া হয়। কথা ছিল তখন ২৭ হাজার বালি ভর্তি জিইও টেক্সটাইল ব্যাগ এবং ৩ হাজার ৭শ’ ব্লক ফেলা হবে।
শুক্রবার বিকেলে শহরের মোল হেড এলাকা পরিদর্শনে যেয়ে দেখা যায়, মাত্র ছয় মাস আগে ফেলা জিইও টেক্সটাইল ব্যাগগুলোর একটি বড় অংশ ফেঁটে গেছে বা ছিদ্র হয়ে ভেতরের বালি বেরিয়ে ¯্রােতের তোড়ে নদী তীরে উঠে এসেছে। অনেক ব্লক ক্ষয় হয়ে গেছে। দেখলে মনে হয় যেন এগুলো কয়েক বছর আগে ফেলা ব্যাগ ও ব্লক।