আমার কণ্ঠ রিপোর্ট
শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর-এই েেশ্লাগানকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে ১১:৪৫ মিনিট পর্যন্ত মানববন্ধন পালন করা হয়। তারই ধারাবাহিকতায় শনিবার হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের ক্যাম্পাসের সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের উপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচীতে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ রোটাঃ মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া। কলেজের নির্বাহী পরিচালক আলহাজ্ব মো. আব্দুল মান্নান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহাঙ্গীর আলম, কলেজের সহকারি অধ্যাপক ও বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম।
এসময় বক্তারা শিক্ষার মান উন্নয়নে হরতাল-অবরোধের মতো শিক্ষা ধ্বংসকারী কর্মসূচী না দেওয়ার জন্য রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানান। মানববন্ধনে কলেজের বি-এড, বিবিএ ও লাইব্রেরী সায়েন্সসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।