জিসান আহমেদ নান্নু, কচুয়াঃ
কচুয়ার রহিমানগর বাজারের রাজ হোটেলে পাম্প চুলা বিষ্ফোরণে বাবুল মিয়া (৪৫) নামের এক কর্মচারী গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে। সে কুমিল্লার বরুড়া উপজেলার পিলগীরি গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে।
জানা গেছে, রহিমানগর উত্তর বাজারস্থ রাজ হোটেলের কারিগর মোঃ বাবুল মিয়া শুক্রবার বিকেল ৫ টার দিকে হোটেলের পাম্প চুলায় হাওয়া দিতে গেলে এক পর্যায়ে পাম্পটি লিক (ফুটো) হয়ে তার শরীরের বিভিন্ন অংশে আগুনে জলসে চেহারা বিবর্ন হয়ে যায়। তাৎক্ষনিক তার ডাক চিৎকারে অন্যান্য কারিগর ও বাজারের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রহিমানগর বেসিক ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করে।
ওই হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল কাদের পুড়ে যাওয়া বাবুল মিয়ার প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ডাঃ আব্দুল কাদের জানান, অগ্নিদগ্ধে কারিগর বাবুল মিয়ার হাত পা, মুখমন্ডলসহ বিভিন্ন স্থানের প্রায় ৩৬ ভাগ পুড়ে যায়।