জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুৃয়া-গৌরীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ঘাগড়া মুন্সি বাড়ি সংলগ্ন ঝুকিপূর্ণ ব্রীজ পারাপার হতে গিয়ে কচুয়াগামী সুরমা (চাঁদপুর-জ-১১-০০২৯) যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। এতে বাসের চালক, যাত্রী ও হেলপারসহ অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে কামাল হোসেন (২৪) ও সুমন মিয়া (৩০) নামের দু’জন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, কচুয়া-গৌরীপুর ঢাকা সড়কের ঘাগড়া নামকস্থানে ঝুকিপূর্ন ব্রীজে দীর্ঘদিন রেলিং না থাকায় এবং রাস্তা আকাবাকা ও সরু হওয়ায় প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার কবলে পড়ছে যাত্রীরা। কেউ কেউ এ স্থানে গুরুতর আহত হয়ে বছরের পর বছর পঙ্গুত্ব বরণ করছে। তাই দ্রুত এ সর্বনাশা ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছে সচেতন এলাকাবাসী।