জিসান আহমেদ নান্নু ঃ
কচুয়া উপজেলার মনপুরা-বাতাবাড়িয়া মোড়ে অবস্থিত প্রয়াত ড. জালাল আলমগীর শুভ স্মৃতি সংসদের সদস্যদের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গত সোমবার রাতে ড. জালাল আলমগীর স্মৃতি সংসদে এ সমাবেশের আয়োজন করা হয়।
স্থানীয় অবসর প্রাপ্ত শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আবু হানিফে পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লালু। বক্তব্য রাখেন, স্থানীয় ঈমাম জিয়াউল হক, অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লব, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন প্রমূখ। এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান প্রধান, মহিউদ্দিন গাজী, আতিক হাসান, মহসীন আহমেদ সুমন, সোহেল মিয়া, ফয়সাল আহমেদ, আব্বাস উদ্দিন, কাউছার, ঈমাম হোসেন ও সাখাওয়াত হোসেন প্রমূখ।