মানিক দাস ঃ চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশের অভয়াশ্রম চলছে। বাংলাদেশ সরকার মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রম চলাকালে মার্চ-এপ্রিল এই দু’মাস নদীতে সকল ধরনের জাল ও মাছ ধরার নৌকা নামা নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও সকল ধরণের বিঁধি নিষেধ অমান্য করে চাঁদপুরের অসাধু জেলেরা প্রতিনিয়তই নদীতে জাল ফেলে মাছ আহরণ করছে। ৩ মার্চ রাতে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদিদ ও কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার এম হাবীবুর রহমান সহ উর্ধতন কর্মকর্তারা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় রাজরাজেশ্বর এলাকা থেকে সাদেক বেপারী ও আল-আমিন নামে দুই জেলেকে আটক করা হয়। গত ৪ মার্চ সকালে এ দুই জেলেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদিদ ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ১ বছর করে সশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন। অপর দিকে চাঁদপুর নৌ পুলিশ ফাড়ির পুলিশ ও জেলা মৎস্য কর্মকর্তা শাখাওয়াত কবিরের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালিয়ে আরো ৬ জেলেকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দল্লাহ সাদিদ আটক ৬ জেলের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক শিবলু (১৭), আজিম হোসেন (১২) ও সবুজ হোসেন (১৫)কে মুচলেকা রেখে ছেড়ে দেন। অপর ৩ জেলে সিয়াম হেসেন (১৮), মঞ্জিল হোসেন (২০) ও ফজল বকাউল (৫০) কে ১ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন। মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রম চলাকালে মার্চ-এপ্রিল এই দু‘মাস নদীতে প্রতিনিয়ত প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।