জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
অনন্য সাধারণ মেধা (ঊীঃৎধড়ৎফরহধৎু ঞধষবহঃ) অন্বেষনের লক্ষে “সৃজনশীল মেধা অন্বেষন পরীক্ষা ২০১৫” অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কচুয়া পৌরসভাধীন কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার কয়েকটি স্কুল মাদ্রাসা ও কলেজের (ষষ্ঠ, অষ্টম, নবম – দশম ও একাদশ-দ্বাদশ) শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী। পরীক্ষায় দায়িত্ব পালন করেন, শাহরাস্তির ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মধুসুধন কর্মকার, শাহরাস্তি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম ও নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতার হোসেন। পরীক্ষা শেষে চারটি বিষয়ে দুটি পর্যায়ের উপর উপজেলার ১২ জন শিক্ষার্থীকে সেরা মেধাবী হিসেবে বাছাই করা হয়।